Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা-মোদি বৈঠক: বিজয়ের মাস বেশি গুরুত্ব পাবে


১৩ ডিসেম্বর ২০২০ ১৬:১৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৯:০৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক হবে। ওই বৈঠকে সমুদ্র সীমা ও পানি কূটনীতিসহ একাধিক বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ে গণমাধ্যমেকর্মীদের বলেন, ‘আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অনেকগুলো ইস্যুতে আলোচনা হবে। একাধিক কুইক ইমপ্যাক্ট প্রকল্প উদ্বোধন করা হবে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যতগুলো বড় বড় ইস্যু আছে, সেসব ইস্যু আমরা আগামী বৈঠকে তুলব। পানি সমস্যা, সীমান্তে অনিশ্চয়তাসহ সবগুলো ইস্যুই তুলে ধরব। তবে আমাদের বিজয়ের মাসকে সবচেয়ে বড় করে তুলে ধরব।’

৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ চালু হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫৫ বছর পর হলদিয়াবাড়ি দিয়ে ভারতের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হবে। রেলওয়ে হলদিয়া বাড়ি টু ভারতের চিলাহাটে চলাচল করবে। আগে এক সময় এটা চালু ছিল। মাঝে ৫৫ বছর বন্ধ আছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতিকালে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সোনালি অধ্যায়ে বিরাজ করছে। বাংলাদেশের বড় বড় যতগুলো সমস্যা যেমন স্থল সীমানা, সমুদ্র সীমা, পানি সমস্যা এগুলো আমরা মোটামোটিভাবে প্রতিবেশি ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আমরা পৃথিবীর মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করেছি, যে প্রতিবেশি রাষ্ট্র যুদ্ধ, ঝগড়া-ঝাটি না করে বড় বড় সমস্যার সমাধান করতে পারে। সেজন্য বাংলাদেশ এবং ভারত অবশ্যই সকলের প্রশংসা পাওয়া উচিত। আমাদের মধ্যে যদি আরও কিছু সমস্যা থাকে, তবে আমরা বিশ্বাস করি যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে পারব।’

বিজ্ঞাপন

কাল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস। দুজন দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি দুই মানবতাবাদী রাষ্ট্র আমেরিকা আর ব্রিটেনে বাস করছে। তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটি ঘাতক এখন সশরীরে বিদেশে জীবিত আছে, এটা দুঃখজনক। এদের একজন আমেরিকায়, অন্যজন ব্রিটেনে। এখনো তারা দিব্যি লুকিয়ে আছে। আমাদের পলিসি হচ্ছে, যত ঘাতক, যত অপরাধী আছে, আমরা তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রাখছি। কিন্তু ওই সমস্ত দেশ বিভিন্ন ধরনের অজুহাত তুলে এই অপরাধীদের এখনো আমাদের হাতে তুলে দিচ্ছে না। আমরা আশাবাদী একদিন না একদিন অবশ্যই বিচারের মুখোমুখি করব।’

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভারত বৈঠক হাসিনা-মোদি বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর