Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কী হবে সাইফ-কারিনার দ্বিতীয় সন্তানের নাম?


১১ ডিসেম্বর ২০২০ ১৬:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন খুব শিগগিরই। ইতোমধ্যে সে সন্তানের নাম কী রাখা হবে তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। বলিউড প্রেমিদের চিন্তায় নাওয়া খাওয়া বন্ধের উপক্রম।

২০১৬ সালের ডিসেম্বরে জন্ম হয়েছিল সাইফ আলী ও কারিনা কাপুর দম্পতির প্রথম সন্তান তৈমুরের। তুরস্কের স্বৈরাচারী শাসক তৈমুর লঙের নামে সন্তানের নাম রাখায় তখন অনেক সমালোচনা শুনতে হয়েছিল বলিউড দম্পতির।

২০১৭ সালে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে সাইফ জানিয়েছিলেন ‘বিতর্কের সময় একবার ভেবেছিলাম তৈমুরের নাম বদলে ফেলি। যদিও কারিনা বাধা দেয়। বলে মানুষ তোমাকে নিজের সিদ্ধান্তের জন্যই সম্মান করে। সেটা বদলে ফেলা ঠিক নয়। তবে আমি চাই না আমার জন্য আমার ছেলে কম জনপ্রিয় হোক।’

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে কারিনা এক সাক্ষাত্কারে বলেন, ছেলের নাম হিসাবে ফয়েজ নামটিও পছন্দ করেছিলেন সাইফ। কে বলতে পারে, এইবার তৈমুরের ভাই হলে হয়ত ফয়েজ নামই রাখবেন সাইফিনা।