ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
১০ ডিসেম্বর ২০২০ ০৯:২৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০৯:৩৭
মাণিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় উভয় ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্ত ও গোয়লন্দ মোড়ের সড়কে আটকা পড়ে কয়েক শ যানবাহন। সিরিয়ালে রয়েছে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।
এদিকে তীব্র শীত ও উন্মুক্তস্থানে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এছাড়া টয়লেট ও খাবার সমস্যা দেখা দিয়েছে চরমভাবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে এ রুটে। ফলে কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে এবং সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।