Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে


৯ ডিসেম্বর ২০২০ ২২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: ভারতে তিনদিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবির উপ-মহাপরিচালক যশোর রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে গেছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন রিজিয়ন কমান্ডার যশোর, কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সেক্টর কমান্ডার রাজশাহী, মোহাম্মদ ফেরদৌস হাসান টিটু অধিনায়ক জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন, লে. কর্নেল মো. মাহাবুবুর রহমান খান নোডাল অফিসার রংপুর রিজিয়ন, লে. কর্নেল মো. সেলিম রেজা অধিনায়ক যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন, মো. রহমত আলী এসিস্ট্যান্ট সেক্রেটারি সাউথ এশিয়া – ১ রিপ্রেজেন্টিভ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং মো. শামিম হাসান ডেপুটি সেক্রেটারি পাবলিক ডিভিশন মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স বাংলাদেশ।

বিজ্ঞাপন

বেনাপোল আইসিপি বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আরশাফ আলী জানান, কলকাতায় তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে রিজিয়ন কমান্ডার এর নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল বেনাপোল দিয়ে ভারতে গেছেন। সম্মেলনে সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র পাচার বন্ধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো