১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
৯ ডিসেম্বর ২০২০ ১০:৫৭
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সোয়া ১০টায় ফের চালু হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান ফেরি চলাচলের তথ্যটি নিশ্চিত করেন।
জিল্লুর রহমান জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ১০টার দিকে এর ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটের উভয়পাশে আটকে পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ছয় শতাধিক যানবাহন। আজ সকাল সোয়া ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি বলেন, ‘এই নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নৈশকোচ ও যাত্রীবাহী বাসগুলো পারাপার করা হচ্ছে। পর্যায়্ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।’
এদিকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে যানবাহনের লাইন ঘাট এলাকা থেকে মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। রাত্রীকালীন কোচ, যাত্রীবাহী বাস, প্রাইভেটকারও মাইক্রোবাসের যাত্রীরা ফেরি পার হতে না পেরে চরম দুর্ভোগে পড়েন।