বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় ব্র্যাক ইউনিভার্সিটির সৈয়দ মাসুদ
৮ ডিসেম্বর ২০২০ ১৮:২৭ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২০ ১৮:৩১
‘ট্রপিক্যাল মেডিসিন’ বিভাগে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তালিকাভুক্ত হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক সৈয়দ মাসুদ আহমেদ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বের সেরা এক লাখ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর এই তলিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে সৈয়দ মাসুদ আহমেদের নাম।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জন্য এই বিরল সম্মান বয়ে আনার জন্য সৈয়দ মাসুদ আহমেদকে অভিনন্দন জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং।
জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অনবদ্য অবদানের ভিত্তিতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক বিশ্বসেরা বিজ্ঞানীদের এক ডাটাবেজ তৈরি করেছে। গবেষণার ক্ষেত্র, সাইটেশন, কো-অথরশিপ, মানবসমাজে প্রভাবসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে এই ডাটাবেজ তৈরি করা হয়েছে। ‘পিএলওএস বায়োলজি’ জার্নালে এই তালিকা প্রকাশ করা হয়।
খ্যাতনামা জনস্বাস্থ্য বিজ্ঞানী অধ্যাপক সৈয়দ মাসুদ আহমেদ ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস পাস করেন। ২০০৫ সালে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সায়েন্স থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অধ্যাপক মাসুদ তিনি বর্তমানে ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সেন্টার অফ এক্সিলেন্স অব হেলথ সিস্টেম অ্যান্ড ইউনিভার্সাল হেলথ কাভারেজের (সিওই-এইচএস অ্যান্ড ইউএইচসি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক সৈয়দ মাসুদ আহমেদ জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ট্রপিক্যাল মেডিসিন ব্র্যাক ইউনিভার্সিটি