Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী


৭ ডিসেম্বর ২০২০ ১৭:২৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২০ ২০:৫৫

গাজীপুর: জেলার কাশিমপুরে তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে খুন করেছে স্বামী। এসময় স্বামীও গুরুতর আহত হয়, তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার হোয়াই অঙ্কপ্রু মারমা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন জিএমএস কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক মহসিনা আক্তার এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফুল আলমকে তালাক দেয়। এর জেরে রোববার সকালে শরিফুল আলম হঠাৎ বাসায় এসে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ধারালো বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামী। এ ঘটনায় ধস্তাধস্তির সময় স্বামীর শরিফুল আলম আহত হয়।

পুলিশ আহত শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত শরিফুল আলম নীলফামারী সদর উপজেলার বোটের হাট গ্রামের নুর আলমের ছেলে। নিহত মহসিনা আক্তার রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে। তারা দু’জনই কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থাকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতো।

তালাক স্ত্রীকে কুপিয়ে খুন হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর