Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফের চলাচল শুরু


৭ ডিসেম্বর ২০২০ ১৩:০৫

ঢাকা: পদ্মানদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি সহ সকল নৌযান চলাচল শুরু হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় শিমুলিয়াঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি কাকলি ।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত দেড়টা থেকে নৌরুটটিতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। এতে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছিল কয়েকশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আহমেদ আলী জানান, কুয়াশা কেটে যাওয়ায়। সকাল ১০টায় বাংলাবাজারের উদ্দেশে ফেরি কাকলি কিছু সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে গেছে। মাঝনদীতে আটক পড়া ফেরি ‘হুলো’ শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটের অভিমুখে ছেড়েছে।

কুয়াশা টপ নিউজ ফেরিঘাট শিমুলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর