Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দণ্ডপ্রাপ্ত ২ উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, প্রজ্ঞাপন


১ ডিসেম্বর ২০২০ ১৫:০৬

ঢাকা: দণ্ডপ্রাপ্ত দুই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তারা হলেন- কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন এবং বিলাইছড়ির রবিন তঞ্চঙ্গ্যা। আদালতে দণ্ড পাওয়ায় তাদের অপসারণ করে পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত আলাদা দু’টি প্রজ্ঞাপনে তাদের পদ শূন্য ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের অপসারণের কারণ হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়, কাপ্তাই উপজেলা পরিষদের মো. নাছির উদ্দিন গত ২৮ জানুয়ারি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। যার মাধ্যমে উপজেলা পরিষদ সংশোধন আইন-১৯৯৮, ২০১১ দ্বারা সংশোধিত এর ১৩(১)(খ) ধারা লঙ্ঘিত হয়েছে। এ কারণে সরকার জনস্বার্থে তাকে স্বীয় পদ থেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পরিস্থিতিতে তাকে উপজেলা পরিষদ আইন অনুযায়ী এবং উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের (অপসারণ ও পদ শূন্যতা) বিধিমালা ২০১৬ অনুযায়ী তাকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর আগে, গত ২৫ আগস্ট দেওয়া তার সাময়িক বরখাস্তের আদেশটি প্রত্যাহার করা হয়।

অন্যদিকে, বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা রাঙামাটি পার্বত্য জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গত বছরের ১ সেপ্টেম্বর দণ্ডপ্রাপ্ত হোন। তিনি উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধন) ২০১১ এর ধারা সংশোধিত এর ১৩ (১) (খ) ধারা লঙ্ঘন করায় সরকার জনস্বার্থে তাকে অপসারণ করে পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর