মানবপাচার চক্রের ৬ আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ
৩০ নভেম্বর ২০২০ ১৪:১০ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৫:৫৬
ঢাকা: মানবপাচারকারী চক্রের ৬ সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুরোধে এ নোটিশ জারি করে ইন্টারপোল। যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে তারা হলেন- মিন্টু মিয়া, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা, ইকবাল জাফর ও তানজিরুল।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক।
সিনিয়র এএসপি জিসানুল হক জানান, সিআইডির অনুরোধে মানবপাচারকারী চক্রের ৬ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
তিনি আরও জানান, তারা ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে বাংলাদেশ থেকে অসংখ্য নারী-পুরুষকে বিভিন্ন দেশে পাচার করেছে। মানবপাচারকারী চক্রের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারের পর তাদের সম্পর্কে জানা যায়।
এ বিষয়ে বিস্তারিত আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে সিআইডি সদর দফতরে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।