Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় ৮ বন্দির মৃত্যু


৩০ নভেম্বর ২০২০ ১১:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ ১৪:৪৬

শ্রীলঙ্কার মাহারা কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫২ জন। খবর বিবিসি।

এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ইতোমধ্যেই, দেশটির উপচে পড়া কারাগারগুলোতে থাকা সহস্রাধিক বন্দি করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যেই, মহামারি নিয়ে উদ্বিগ্ন বন্দিরা কারাগারের সামগ্রিক ব্যবস্থা উন্নয়ন এবং আগাম জামিনে মুক্তি চেয়ে বিক্ষোভ করছে।

এদিকে, পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, মাহারা কারাগারের কারারক্ষীরা বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে বল প্রয়োগ করেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি চালিয়েছে। কারাগারের আশপাশের বাসিন্দাদের বরাতে কারাপ্রাঙ্গণে বিশাল আগুন দেখার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবিসি সিংহলিকে জানিয়েছেন পুলিশের উপ-পরিদর্শক আজিথ রোহানা।

অপরদিকে, মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের এলিট ফোর্স কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, পুলিশের পাঁচটি দলও সেখানে মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন রোহানা।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে।

এর আগে, রাজধানী কলম্বোর ওয়েলিকাদা কারাগারের একদল বন্দি কারাগার ভবনের শীর্ষে উঠে জামিনের দাবিতে প্রতিবাদ শুরু করেছিল। আগুনাকোলাপালাসা কারাগারের আরেকদল বন্দি টানা আট দিন ধরে প্রতিবাদ করে আসছে। তাদের কারাগারের পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়েছে বলে অভিযোগ জানাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে, শ্রীলঙ্কার অধিকার আন্দোলন গ্রুপগুলো জানিয়েছে, দেশটির কারাগারগুলোর ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও প্রায় ২৬ হাজার বন্দিকে রাখা হয়েছে।

ওদিকে, গত মাস থেকে শ্রীলঙ্কার গার্মেন্ট কারখানা এবং মাছের বাজারগুলোতে ভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কায় শনাক্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪৮৪ জন এবং এ পর্যন্ত ১১৬ জনের মৃত্যুর কথা জানা গেছে।

কারারক্ষী কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস বন্দি মাহারা কারাগার মৃত্যু শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর