Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মান্ধ শক্তি দমনে রাজনৈতিক সংগ্রাম গড়ার সিদ্ধান্ত জাসদের


২৮ নভেম্বর ২০২০ ১৮:১৫

ঢাকা: নারী বিদ্বেষী ধর্মান্ধ রাজনৈতিক শক্তিকে দমনে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শনিবার (২৮ নভেম্বর) জাসদ কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার প্রস্তাবে বাজার সিন্ডিকেট দমন, চিনিকলসহ শিল্প কলকারখানা বন্ধ না করা, দুর্নীতিবাজ ও লুটেরা-ধর্ষক-নির্যাতক-গুণ্ডা-অপরাধীদের সিন্ডিকেট ধ্বংস করতে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধ, সংবিধানবিরোধী ধর্মান্ধ রাজনৈতিক শক্তিকে দমনে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করার প্রস্তাব নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সভার প্রস্তাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনস্বাস্থ্য সেবাখাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছে দলটির সভাপতি হাসানুল হক ইনু। এছাড়া করোনার অর্থনৈতিক অভিঘাতে ক্ষতিগ্রস্ত কর্মহীন-অসহায়-দরিদ্র মানুষ বাঁচাতে সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারিত ও জোরদার করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

করোনা পরিস্থিতির কারণে জুম অ্যাপ ব্যবহার করে ভার্চুয়াল সভায় করে দলটি। সভায় অংশগ্রহণকারী সদস্যরা ঢাকা ও বিভিন্ন জেলায় নিজ নিজ বাসায় অবস্থান করে এ সভায় যুক্ত হন। দলীয় সভাপতি হাসানুল হক ইনু সভায় সভাপতিত্ব করেন।

সভায় উত্থাপনের জন্য সাধারণ সম্পাদক শিরীন আখতার খসড়া রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্ট তৈরি করেন। যা আগেই সদস্যদের কাছে অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা সাধারণ সম্পাদক উত্থাপিত খসড়া রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা এবং মতামত দেন। অংশগ্রহণকারীদের মতামতে সর্বসম্মতভাবে এসব রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কমিটি জাসদ ধর্মান্ধ রাজনৈতিক শক্তি ভার্চুয়াল সভা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর