Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরের পর অন্য পেশায় যুক্ত হতে অনুমতির দরকার হবে না


২৬ নভেম্বর ২০২০ ২১:২৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ২১:২৭

ঢাকা: অবসরের পর বা অবসরোত্তর ছুটি শুরুর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বা বেসরকারি প্রকল্পে চাকরি, বিদেশে যাওয়া কিংবা ব্যবসাসহ অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সরকারের অনুমতির দরকার হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অনুমতি লাগবে।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে সরকার।

সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ও ৫২ ধারায় যদিও এ বিষয়ে উল্লেখ রয়েছে। আইন অনুযায়ী চাকরি থেকে অবসরের পর চুক্তিভিত্তিক ছাড়া অন্যদের বৈদেশিক বা বেসরকারি বা কোনো প্রকল্পে চাকরি নেওয়া, ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, চাকরি থেকে অবসর গ্রহণ বা পিআরএল শুরুর পরও কোনো কোনো কর্মচারী ওইসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কাজ করার আগ্রহ প্রকাশ করে আবেদন করেন। কিন্তু আইন অনুযায়ী তখন কর্মচারীরা নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত থাকেন। ফলে এসব আবেদন নিষ্পত্তিতে শ্রম-সময়ের অপচয় ঘটছে। সে জন্য আইনের ওই বিধান অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, দফতর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

অবসর চাকরি টপ নিউজ সরকারি কর্মকর্তা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর