Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে কুপিয়ে ‍খুনের পর ‘মাদকাসক্ত’ ছেলে গ্রেফতার


২৬ নভেম্বর ২০২০ ১৮:২২

চট্টগ্রাম ব্যুরো: জেলার লোহাগাড়া উপজেলায় বাবাকে কুপিয়ে খুনের অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা আনন্দমোহন ধরকে (৬৫) খুনের অভিযোগে গ্রেফতার হওয়া লিটন ধর (৪০) মাদকাসক্ত বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম।

বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বণিকপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘গত (বুধবার) রাত সাড়ে ১১টার পরে লিটন ঘরে গিয়ে দরজা খোলার জন্য ধাক্কা দেয়। কিন্তু তার বাবা প্রায় আধাঘণ্টা পরও দরজা খোলেননি। এতে ক্ষুব্ধ হয়ে সে বেড়া কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও মুখে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আনন্দমোহন ধরের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করি।’

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি- লিটন প্রতি রাতে মাদকসেবন করে বাসায় যায়। এ নিয়ে বাবা ও ছেলের সঙ্গে প্রতিরাতে ঝগড়া হতো। ঘরে লিটনের মা, স্ত্রী এবং এক ছেলে আছে। গত (বুধবার) রাতে হত্যাকাণ্ডের সময় তারা ভেবেছিলেন, বাবা-ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে।’

নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম।

কুপিয়ে ‍খুন খুনের অভিযোগ গ্রেফতার মাদকাসক্ত

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর