Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসিনা গাজীর উদ্যোগে বরপা এলাকায় মাস্ক ও সাবান বিতরণ


২৪ নভেম্বর ২০২০ ১৮:৫১ | আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৯:৪৪

নারায়ণগঞ্জ: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর উদ্যোগে বরপা এলাকায় সাধারণ মানুষের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক ও সাবান।

হাসিনা গাজীর উদ্যোগে মঙ্গলবার (২৪ ন‌ভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন তারাবো পৌর যুবলীগের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকা‌রিয়া।

বিজ্ঞাপন

এসময় সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে উপস্থিত যুবলীগ নেতারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এখনো আমাদের মধ্যে রয়েছে। শীতে এই সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

তারা আরও বলেন, আমাদের মেয়র হাসিনা গাজী বলেছেন, করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য মাস্ক ও সাবানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়রের উদ্যোগেই আমরা আজ এখানে সাবান ও মাস্ক বিতরণ করছি। আশা করছি এসব সামগ্রী ব্যবহারের মাধ্যমে সবাই করোনা থেকে নিরাপদে থাকতে পারবে।

এসময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপ‌তি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা খায়রুল বাশার স্বপন, তৌ‌হিদুল ইসলাম, মামুন‌ মিয়া ও শওকত সাউদ, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিথেন ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সি‌নিয়র সহসভাপ‌তি শাহাদাত হোসেন শাহীন, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসম্পাদক আসফাক ভুঁইয়া, তারাবো পৌরসভা ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক মামুন ভুঁইয়াসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তারাবো পৌরসভার মেয়র মাস্ক বিতরণ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবান ও মাস্ক বিতরণ হাসিনা গাজী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর