পুঁজিবাজারে দরপতন চতুর্থ দিনে গড়ালো
২৩ নভেম্বর ২০২০ ১৬:৩২ | আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৭:০৩
ঢাকা: পুঁজিবাজারে টানা চতুর্থ দিনের মতো সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। চারদিন দরপতনের কারণে ডিএসই প্রধান সূচক হারিয়েছে ৮৮ পয়েন্ট। সোমবার (২৩ নভেম্বর) সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে এদিন উভয় পুঁজিবাজারে আর্থিক ও শেয়ার লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।
সোমবার ডিএসইতে ৩৪৪টি প্রতিষ্ঠানের ২২ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৯৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির দাম।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৭ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ১০৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬৯ পয়েন্টে অবস্থান করছে। দিনশেষে ডিএসইতে ৬২১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি টাকা।
অন্যদিকে এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৪টি প্রতিষ্ঠানের ৬১ লাখ ১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৭টির কমেছে ৯৯টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৮০৭ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ১৩ কোটি ১ লাখ টাকার শেযার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৬ কোটি টাকার শেয়ার।