যারা বিপথে আছেন, পথে আসুন: ওবায়দুল কাদের
২২ নভেম্বর ২০২০ ১৬:৪৪ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৯:৫০
ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান। দলীয় পরিচয়ে যারা অপকর্ম করছেন, তারা সরকারের নজরদারিতে রয়েছে। কেউ রেহাই পাবেন না। যারা আজকে বিপথে আছেন, তারা পথে আসুন।
রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনীর ‘শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কে’র নির্মাণ প্রকল্পের সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান এখনও চলমান রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি সবাইকে সতর্ক করে দিচ্ছি। যারা আজকে বিপথে আছেন, তারা পথে আসুন। আমাদের কাছে অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। দলীয় পরিচয় কারও আত্মরক্ষার ঢাল হতে পারে না।’ শেখ হাসিনার যে লক্ষ্য-উদ্দেশ্য বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি; সেই আদর্শের রাজনীতির সুনামের ধারাতে ফিরে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমরা গঠনমূলক সমালোচনা চাই। এ থেকে আমাদের শিক্ষা নেয়ার যথেষ্ট কিছু আছে। আমরা জানতে চাই, মত প্রকাশের নামে সোস্যাল মিডিয়ায় অনবরত রাষ্ট্রবিরোধী অপপ্রচার কি ধরনের স্বাধীনতা? রাষ্ট্রকে দুর্বল করা, দেশের ভাবমূর্তি নষ্ট করা, দিনরাত দেশে-বিদেশে বসে অবিরাম দেশের বিরুদ্ধে মিথ্যাচার গুজব ছড়ানো কি মত প্রকাশের স্বাধীনতা? নাকি প্রবাসে অবস্থানকারী লাখ লাখ বাংলাদেশির জীব-নজীবিকাকে নড়বড়ে করে তোলা? সরকার নাকি জনগণের মনের ভাষা বুঝতে পারে না। দেশরত্ম শেখ হাসিনার অবস্থান জনগণের মনের মণিকোঠায়।’
সম্প্রতি বাসে আগুন দেওয়ার পর বিএনপি আবারও জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’
তিনি বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল রাজনৈতিক দলের রয়েছে। কিন্তু কর্মসূচির নামে জনগণের জানমালের নিরাপত্তা, শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে। তারা আজকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আজ কথামালার চাতুরি দিয়ে তারা এই আগুন সন্ত্রাসকে ঢাকতে চাইছে। কিন্তু মুখ কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ একটি গর্বিত পরিবার। এই পরিবারের সবাই যেন ভাল থাকে, আশা করি সেদিকে খেয়াল রাখবেন।’
কক্সবাজার প্রান্তে এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, আশিক উল্লাহ রফিক, জাফর আলম এবং সড়ক ও জনপথ অধিদফতর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।