Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামদানিতে ছেলেদেরও খুশি হতে বললেন প্রধানমন্ত্রী


২২ নভেম্বর ২০২০ ১৬:২২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যারা জামদানি পরি আমাদের জন্য আরও সুখবর, আরও ভালো জামদানি আমরা পাব। আপনারা ছেলেরা, আপনাদেরও খুশি হওয়া উচিত। কারণ আপনাদের ঘরের গৃহিনীরাও তো আনন্দিত হবে, খুশি হবে।

রোববার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ‘বীরপ্রতীক গাজী সেতু’সহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

এছাড়া একইসঙ্গে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন মধুমতি নদীর উপর এলাংখালী ঘাটে ৬০০.৭০ মিটার দীর্ঘ ‘শেখ হাসিনা সেতু’; যশোর জেলার অভয়নগর উপজেলায় সড়ক ও জনপথের যশোর-খুলনা সড়কের ভাঙ্গাগেট (বাদামতলা) হতে আমতলা জিসি ভায়া মরিচা, নাউলী বাজার সড়কে ভৈরব নদীর উপর ৭০২.৫৫ মিটার দীর্ঘ সেতু; এবং পাবনায় ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর’ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্ত থেকে দোয়া মোনাজাত হয়। উদ্বোধনি অনুষ্ঠানটি গণভবন প্রান্ত ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, মাগুরা, নারায়ণগঞ্জ, যশোর জেলা প্রশাসকের কার্যালয় ও পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বরে ভার্চুয়ালি যুক্ত ছিল। পাবনার ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর’ এ যুক্ত হয়ে মতবিনিময় করেন শেখ হাসিনা। রূপগঞ্জ প্রান্তে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ অন্যান্যরা যুক্ত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও সচিব হেলালুদ্দীন আহমদ।

বিজ্ঞাপন

গণভবন প্রান্তে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। পাবনায় ‘বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর’ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী।

বীরপ্রতীক গাজী সেতু’র ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এই সেতুর মাধ্যমে ঢাকা থেকে আমাদের চট্টগ্রাম সিলেটমুখী যে যোগাযোগ সেটাও কিন্তু সহজ হবে। আবার সিলেটের রাস্তায় ঢুকে সেখান থেকে কিন্তু আবার পদ্মা সেতুতেও যাওয়া সহজ হবে।’

‘‘আর সব থেকে সুখবর হল যে যারা জামদানি তৈরি করে তারা মহাখুশি। তারা জামদানির সুতা কাঁচামাল আনা নেওয়া করা বা যে তাঁতগুলো তৈরি করবে সেগুলি বাজারজাত করা করার সুবিধা হবে; তাদের জন্য খুব সুবিধা হয়ে যাবে। আর আমরা যারা জামদানি পড়ি আমাদের জন্য আরও সুখবর, আরও ভাল জামদানি আমরা পাব এবং সুন্দরভাবে তৈরিও হবে।’

‘আপনারা ছেলেরা, আপনাদেরও খুশি হওয়া উচিত। কারণ আপনাদের ঘরের গৃহিনীরাও তো আনন্দিত হবে, খুশি হবে। সেদিক থেকে আপনাদেরও খুশি হতে হবে’ বলেন প্রধানমন্ত্রী।

গাজী সেতু জামদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর