Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা দেখছেন না দীপু মনি


১৯ নভেম্বর ২০২০ ০৮:৪১

ডা. দীপু মনি, ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো সম্ভাবনাই দেখছেন না শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সময় নয়।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে হেয়ার রোডের সরকারি বাসভবনে জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ডা. দীপু মনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছি না। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ। এখানে শারীরিক দূরত্ব মেনে চলা অত্যন্ত কঠিন কাজ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে শিশুদের সঙ্গে তাদের অভিভাবকদের শিক্ষাপ্রতিষ্ঠান যেতে হয়। সে ক্ষেত্রে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে।’

যদিও শিশুদের কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম কিন্তু তারা নীরব বাহক হতে পারে বলেও মনে করেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে এই পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে চান না। তাই সরকার এই পরিস্থিতিতে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করছে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে মানসম্মত শিক্ষা অর্জন বাধাগ্রস্ত হচ্ছে। সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও ২০২০ সালের এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২১ সালে অনুষ্ঠিতব্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ক্লাস না হওয়ায় সিলেবাস সমাপ্ত করা এখন একটা বড় চ্যালেঞ্জ।’

দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিশুরা সাইকলজিক্যাল বিভিন্ন সমস্যায় ভুগছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘করোনায় শিক্ষাখাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি আমাদের সহায়তা করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার মাত্র দুই সপ্তাহের মধ্যে সংসদ টেলিভিশনের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু করা হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। তারপরও আমাদের প্রায় ১০ শতাংশ শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। মোট শিক্ষার্থীর তুলনায় ১০ শতাংশ অনেক বড় একটি সংখ্যা। আমরা কোনো একজন শিক্ষার্থীকে পেছনে রেখে আগাতে চাই না।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টোমো হোযুমি।

দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর