Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় হাউজ বিল্ডিং ফাইনান্সের এমডির মৃত্যু


১৭ নভেম্বর ২০২০ ০০:৪১ | আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১০:১৯

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করোপরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।

সোমবার (১৬ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দেবাশীষ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ও অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

উল্লেখ্য, দেবাশীষ চক্রবর্তী পরিবারের চারজন সদস্য করোনায় আক্রান্ত ছিলেন। আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন দেবাশীষ চক্রবর্তী মা, স্ত্রী এবং একমাত্র ছেলে। এদের মধ্যে তার স্ত্রী এখনও স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।

এমডি মৃত্যু হাউজ বিল্ডিং ফাইনান্স

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর