সাংবাদিককে মারধর: মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বদলি
১৬ নভেম্বর ২০২০ ১৮:৪৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৮:৫৯
মেহেরপুর: আন্দোলনের মুখে অবশেষে বদলি করা হয়েছে মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাদেরকে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সাতক্ষীরা জেলায় এতিম প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, আশাশুনিতে বদল করা হয়।
উপসচিব মোহাম্মদ নায়েব আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুই সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকাল থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করে মেহেরপুর জেলার সাংবাদিক সমাজ। সকালে মৌন মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
মেহেরপুরে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ
উল্লেখ্য, গত ৮ নভেম্বর দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুল কাদের ও অফিসের কর্মকর্তাদের হাতে হামলার শিকার হন ডিবিসি টেলিভিশনের সাংবাদিক আবু আক্তার করণ ও স্থানীয় সাংবাদিক জাকির হোসেন।