দ. কোরিয়ায় টানা ৩য় দিনে ২০০ সংক্রমণ শনাক্ত
১৬ নভেম্বর ২০২০ ১৫:৪৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ১৭:০৫
দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো নতুন করে ২০০’র বেশি করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর রয়টার্স।
সোমবার (১৬ নভেম্বর) দ্য কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২৩ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদিকে, নতুন করে করোনা সংক্রমণ ঠেকাতে দক্ষিণ কোরিয়া সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ছোট জমায়েত, জরুরি দফতর এবং চিকিৎসা সেবা ছাড়া সকল কার্যক্রমের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এর এক মাস আগে, করোনা সংক্রমণ কিছুতা নিয়ন্ত্রণে আসার পর সরকারি কর্তৃপক্ষ কোভিড-১৯ বিধিনিষেধ কিছুটা শিথিল করে ১০০ জনের জমায়েত এবং খেলাধুলা উপভোগের ক্ষেত্রে ধারণক্ষমতার ৩০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমোদন দিয়েছিল। কিন্তু, গুচ্ছ সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অন্যদিকে, করোনা সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলা করতে গিয়ে প্রাথমিক অবস্থায় দক্ষিণ কোরিয়া ব্যাপক প্রাণহানি দেখলেও। কঠোর টেস্ট এবং ট্রেস ব্যবস্থা চালু করার মাধ্যমে এবং শারীরিক দূরত্ব মেনে চলে তারা মোট সংক্রমণ এবং প্রাণহানি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল।