Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত জেমি ডে


১৫ নভেম্বর ২০২০ ১১:৫৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই বাংলাদেশ দলে এল এই দুঃসংবাদ। দ্বিতীয় ম্যাচ সামনে রেখে আজ রোববার অনুশীলন করার কথা ছিল জাতীয় দলের, তবে জেমির কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় তা বাতিল করা হয়।

শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের শেষেই দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফলে কেবল জেমি ডে’র পজিটিভ আসে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘১০ তারিখে দুই দলের সব খেলোয়াড়ের একটা পরীক্ষা করা হয়েছিল। ১৪ তারিখে নির্ধারিত ছিল দ্বিতীয় পরীক্ষা। এতে দুই দলের সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের মধ্যে কেবল জেমির কোভিড-১৯ পজিটিভ এসেছে।’

বিজ্ঞাপন

বর্তমানে আইসোলেশনে অবস্থান করছেন জেমি। আমের খান জানান, আজ আরও একবার জেমির করোনা পরীক্ষা করে দেখা হবে।

বিজ্ঞাপন

আরো