Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পণ্য রফতানির পরিধি বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’


১৪ নভেম্বর ২০২০ ১৭:১৯

নাটোর: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পণ্য রফতানির পরিধি বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দরকার বিনিয়োগ বাড়ানো। আমার সবচে বড় সম্পদ হচ্ছে মানবসম্পদ। বিভিন্ন দেশে মানবসম্পদ পাঠানোসহ বাংলাদেশে নতুন নতুন দেশ থেকে বিনিয়োগ আনতে আমরা কাজ করছি।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও উপসচিবসহ অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তাঁর স্ত্রীসহ মন্ত্রণালয়ের ৪৮ কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল নাটোর সফর করেন। এসময় তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি ঘুরে দেখেন।

নাটোর পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় সার্কিট হাউস