Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এএসপি আনিসুলকে পিটিয়ে হত্যা: দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন


১৩ নভেম্বর ২০২০ ১৬:২৭ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১৬:৩১

ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনকে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামেল, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন সৈকত, সাবেক সভাপতি সোহেল পারভেজ, শাহাদাত হোসেন, স্বপ্নসহ অন্যরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবার ফাঁসি চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে তারা হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছে সেটাকে মানসিক হাসপাতাল বলা যায় না। একটি সভ্যসমাজ সেটাকে হাসপাতাল বলতে পারেনা।’ সারা বাংলাদেশের হাসপাতালে নামক কসাইখানাগুলো সরকারি উদ্যোগে বন্ধ করার দাবিও জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে বক্তারা বলেন, ‘নিহত এএসপি আনিসুল করিম শিপনের পরিবারের দিকে মানবিক প্রধানমন্ত্রী একটু নজর দেবেন বলে আশা করি। তার ছোট মেয়ের পড়াশোনার দায়িত্ব যেন সরকার বহন করে।’

আনিসুল করিম শিপন পিটিয়ে হত্যা প্রেসক্লাব বিচারের দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর