Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে সন্ত্রাসী হামলায় ২ জন নিহত


১১ নভেম্বর ২০২০ ১২:২৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় সুভাষ তনচংগ্যা (৪৫) ও ধরনজয় তনচংগ্যা (৩৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভোর তিনটার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া পাড়ার হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।

নিহত ধরনজয় তনচংগ্যা গর্জনিয়া পাড়ার রণজিত কার্বারির পুত্র এবং সুভাষ তনচংগ্যা রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ছাখ্যং গ্রামের মৃত কালাচান তনচংগ্যার পুত্র। সুভাষ সপরিবারে ওয়াগ্গা ইউনিয়নের কাঠালতলী এলাকায় বসবাস করতো। ঘটনার সময় তিনি ধরনজয়ের বাসাতেই ছিলেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, অজ্ঞাত পরিচয়ের একদল সশস্ত্র সন্ত্রাসী ধরনজয় তনচংগ্যার বাড়িতে এসে তাকে ও সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহত দুজনই পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন। হামলাকারীরাও অন্য কোনো আঞ্চলিক রাজনৈতিক দলের কর্মী হবে।

রাঙ্গামাটির কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে সুভাষের শরীরে দুটি এবং ধরনজয়ের শরীরে পাঁচটি গুলির ক্ষত দেখা গেছে। পাহাড়ের প্রতিপক্ষ অস্ত্রধারীরা আধিপত্য বিস্তারের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেও এই সম্পর্কিত কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। ফলে নিহত দুই ব্যক্তি জনসংহতি সমিতির কোন গ্রুপের সদস্য কিংবা হামলাকারীরা কোন গ্রুপের সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

২ জন টপ নিউজ নিহত রাঙ্গামাটি সন্ত্রাসী হামলা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর