Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটারবিহীন ভোট হতে দেব না: জাহাঙ্গীর


৯ নভেম্বর ২০২০ ১৭:৫৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ২২:৪৪

ঢাকা: ঢাকা-১৮ উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, ‘ধানের শীষের গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন মিলে আগামী ১২ নভেম্বর ভোটারবিহীন নির্বাচন করতে চায়। কিন্তু আমরা এটা হতে দেব না।’

সোমবার (০৯ নভেম্বর) উত্তরা ৯ নম্বর সেক্টরে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জণগণের ভোটাধিকার রক্ষার অঙ্গীকার করে এস এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে কেন্দ্র থাকব। ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোটারবিহীন নির্বাচন হতে দেব না। আপনারা নির্ভয়ে ভোটাকেন্দ্রে এসে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘গত ২৪ অক্টোবর থেকে নির্বাচনি প্রচার শুরু হযেছে। এরপর থেকে আমাদের ওপর হামলা- মামলা শুরু হয়েছে। আমাদের মহিলা কর্মীরা প্রচারে গেলেও তাদের বাধা দেওয়া হয়। আপনারা জানেন, এই ঢাকা-১৮ আসনে জনগণ দীর্ঘদিন গণসংযোগ থেকে উপেক্ষিত, ভোটাধিকার থেকে বঞ্চিত। আমরা বিশ্বাস করি, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষ মার্কায় ভোট দেবে।’

এস এম জাহাঙ্গীর বলেন, ‘এখানে যত অনিয়ম হচ্ছে, সন্ত্রাস হচ্ছে তার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশনও কোনো সহযোগিতা করছে না। আমরা অসংখ্যবার নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা যখন থানায় যোগাযোগ করি তখন তারা উপরের কথা বলে। আমরা উপর বলতে তো নির্বাচন কমিশনকে বুঝি। নির্বাচনের সময় সব কিছুই তো নির্বাচন কমিশনের অধীনে থাকে। সিইসি ও লোকাল প্রশাসন একত্রিত হয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহযোগিতা করছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। যেভাবে ২০১৮ সালে আমাদের সবার নামে নজিরবিহীনভাবে গায়েবী মামলা দিয়েছে ঠিক সেভাবে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। গতকাল আমাদের ২৩৫ জনের বিরুদ্ধে এ ধরনের একটা মামলা করেছে। আমাদের সাতটি থানার সব নেতাকে আসামি করা হয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের এলাকা ছাড়া করতে চায়।’

এস এম জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বনির্ভর বিষয় সম্পাদক শিরীন সুলতানা, বিএনপি নেতা, মোসাদ্দেক হোসেন বুলবুল, নাজিম উদ্দিন আলম, তাবিথ আউয়াল, আমিনুল হক, মোস্তাফিজুর রহমান বাবুল,আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, রফিক শিকদার, সালাউদ্দিন ভূইয়া শিশির, আকরামুল হাসান, কাজী আবুল বাশার, বজলুল বাছিত আনজু, একেএম মোয়াজ্জেম হোসেন, শামীম পারভেজ, সোহেল রহমান, ইকবাল হোসেন, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুল রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, ফখরুল ইসলাম রবিন, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, সাইফ মাহমুদ জুয়েল, হাফিজ, জাসাসের রোকন, কামরুজ্জামান জুয়েল, মহিলা দলের সুলতানা আহমেদ ও তাহমিনা আফরিন নিতা প্রমুখ।

জাহাঙ্গীর ঢাকা-১৮ ভোটারবিহীন ভোট

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর