নির্বাচনের পরিবেশ নেই, তারপরও মাঠ ছাড়ছি না: জাহাঙ্গীর
৮ নভেম্বর ২০২০ ১৮:৩১ | আপডেট: ৮ নভেম্বর ২০২০ ২০:৫৪
ঢাকা: নির্বাচনের পরিবেশ নেই অভিযোগ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ নেই। তারপরও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ভোটের মাঠে আছি এবং থাকব। আমরা মাঠ ছাড়ছি না।’
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা ৯ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘তারা (আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থক) বিভিন্ন জায়গায় প্রচার করছে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় তাদের মাইক বাজছে। আর আমাদের অফিসেও মাইক বাজাতে দিচ্ছে না। গতপরশু আমাদের মাইক ভাঙচুর করেছে। এখানে সুষ্ঠু পরিবেশ নেই। সিইসি নিজেও বলছেন, এখানে (ঢাকা-১৮ আসনে) সবকিছু করতে পারছি না, আমাদের (ইসি) সীমাবদ্ধতা আছে। তাদের (কমিশনের) সীমাবদ্ধতা কী? ‘
‘নির্বাচনি এলাকায় সব ক্ষমতার অধিকারী হলো সিইসি। সেখানে সিইসি যদি অপারগতা প্রকাশ করে, লেভেল প্লেয়িং ফিল্ড কীভাবে থাকে? এখানে কোনো অবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচনেরও পরিবেশ নেই। শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র রক্ষার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমরা সফল হবো। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার জন্য ভোটের মাঠে আছি এবং থাকব’— বলেন জাহাঙ্গীর।
এস এম জাহাঙ্গীর বলেন, ‘আজ আমাদের ৪৭ ও ৪৮ নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু হওয়ার কথা ছিল। পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদনপত্র পাঠিয়েছিলাম, কিন্ত তারা গ্রহণ করেনি। তবে, রুটিন কাজ সবই হচ্ছে। আমরা শুরু থেকেই পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি দিলেও একই স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আমরা সংঘাত এড়াতে অনুমতি পাওয়ার পরও সেসকল স্থানে গণসংযোগ এড়িয়ে চলছি। ’
গণসংযোগকালে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব হাসান, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, স্বেচ্ছাসেবক দলের (ঢাকা মহানগর উত্তর) সভাপতি ফখরুল ইসলাম রবিন, পশ্চিম ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান জুয়েল, মহিলা দলের তাহমিনা আফরিন নিতা, বিএনপির মহানগর নেতা এস আই টুটুলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।