Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ করোনামুক্ত


৬ নভেম্বর ২০২০ ২১:০৪

চট্টগ্রাম ব্যুরো: আক্রান্ত হয়ে একমাস চিকিৎসাধীন থাকার পর করোনাভাইরাসের সংক্রমণমুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ প্রতিবেদন এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব নুর খান।

গত ৮ অক্টোবর বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় মোশাররফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওইদিনই তাকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে বর্ষীয়ান এই রাজনীতিককে ৯ অক্টোবর ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

নুর খান সারাবাংলাকে বলেন, ‘একমাস চিকিৎসাধীন থাকার সময় তিন দফা নমুনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট পজেটিভ আসে। চতুর্থ দফা নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। স্যারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি হাসপাতাল ছাড়বেন। হাসপাতাল ছাড়ার পর নির্দিষ্ট সময় তিনি কোয়ারেনটাইনে থাকবেন।’

মুক্তিযুদ্ধকালীন সাব সেক্টর কমান্ডার মোশাররফের বয়স এখন ৭৬ বছর। ১৯৭০ সালে তিনি প্রথম চট্টগ্রামের মীরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগ করোনামুক্ত মোশাররফ হোসেন সম্মিলিত সামরিক হাসপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর