Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজ সাংবাদিক সারোয়ারকে পাওয়া গেছে


১ নভেম্বর ২০২০ ২১:২০ | আপডেট: ২ নভেম্বর ২০২০ ১২:৩৯

চট্টগ্রাম ব্যুরো : নিখোঁজের চারদিনের মাথায় সাংবাদিক গোলাম সারোয়ারকে পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সারাবাংলাকে বলেন, ‘উনি (গোলাম সারোয়ার) কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন দেখে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে উদ্ধার করি।’

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক সুমন আরও জানান, গোলাম সারোয়ারকে দেখে সুস্থ মনে হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গোলাম সারোয়ার সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। রাতে পত্রিকার ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজে’র সদস্য।

উদ্ধার কুমিরা বাজার নিখোঁজ সাংবাদিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর