কাশ্মীরিদের সমর্থন করা উচিত: পাকিস্তান
৩১ অক্টোবর ২০২০ ২২:২৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ২২:২৮
ঢাকা: কাশ্মীরিদের প্রতি বিশ্ববাসীর সমর্থন করা উচিত উল্লেখ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, ‘অবৈধভাবে ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) বিরাজমান মানবিক পরিস্থিতি উদ্বেগজনক।’
কাশ্মীর কালো দিবস উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে পাকিস্তানের হাইকমিশনার শনিবার (৩১ অক্টোবর) এমন মন্তব্য করেন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, ‘অবৈধভাবে ভারতীয় অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) বিরাজমান চরম মানবিক পরিস্থিতি গুরুতর উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন ও জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের (ইউএনএসসি) রেজুলেশনে অন্তর্ভুক্ত স্ব-নির্ধারণের অস্পৃশ্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কাশ্মীরিদের নির্যাতন, গুম করা ও হত্যাকাণ্ড দিয়ে থামাতে পারবে না।’
অধিকৃত কাশ্মীরিদের দুর্দশার কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, ‘দখলকারী রাষ্ট্র ৮ মিলিয়নেরও বেশি লোকের ওপর দীর্ঘতম সামরিক অবরোধ ও কারাবাস অব্যাহত রেখেছে। দখলদার বাহিনী পুরো দায়মুক্তির সঙ্গে মানবাধিকারের নিয়মিত লঙ্ঘন চালানোর জন্য সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ), জননিরাপত্তা আইন (পিএসএ) এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর মতো কঠোর আইন ব্যবহার করছে।’
তিনি আরও যোগ করেন, ‘আদিবাসী মুসলিম কাশ্মীরিদের ওপর অবৈধ বৈদেশিক আধিপত্যকে প্রাতিষ্ঠানিককরণের জন্য দখল করা অঞ্চলগুলোতে জনসংখ্যার পরিবর্তন পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে তাদের ক্ষমতায়ন ও পৃষ্ঠপোষকতা ছিনিয়ে নেওয়া হচ্ছে।’