Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনজিও’র প্রবেশ পথে মিললো সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ


৩১ অক্টোবর ২০২০ ১৫:৫৮

সাতক্ষীরা: জেলার তালায় চন্দ্রশেখর সরকার (২১) নামের এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে বাড়ির পাশের বেসরকারি উন্নয়ন সংগঠন এসডিএফে’র প্রবেশ পথ থেকে ওই সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহত সেনা সদস্য চন্দ্রশেখর সরকার উপজেলার মাগুরা গ্রামের নিমাই সরকারের ছেলে। তিনি কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে ইঞ্জিনিয়ারিং কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্য রাতের কোনো একসময় উপজেলার মাগুরা গ্রামে নিজ বাড়ির পাশে এসডিএফ সংস্থার প্রবেশ দ্বারের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ওই সেনা সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি পাঁচদিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। গত ২৫ অক্টোবর তার ছুটি শেষ হয়। কিন্তু তিনি আর কর্মস্থলে যাননি। তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ওসি মেহেদী রাসেল আরও জানান, ময়নাতদন্তের পর সেনা সদস্যের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।

এসডিএফ ঝুলন্ত মরদেহ সেনা সদস্য সেনা সদস্যের মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর