Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার ছুটি শেষে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু


২৮ অক্টোবর ২০২০ ১০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: টানা ছয়দিন পূজার ছুটি শেষে বুধবার (২৮ অক্টোবর) হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

এদিন সকালে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এছাড়াও বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠানামার কাজ।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে টানা ছয়দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি। তবে সেই ছুটি কাটিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন