‘ন্যায়বিচার নিশ্চিতে ভারত কিভাবে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা’
২৭ অক্টোবর ২০২০ ১৩:৫৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৯:০২
ঢাকা: বিচার বিভাগকে কিভাবে আরও গতিশীল ও ন্যায়বিচার নিশ্চিতে কিভাবে ভারত সহযোগিতা করতে পারে তা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আইনমন্ত্রীর গুলশানের আবাসিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘আমরা বিচারক, আইনজীবীদের ভারতে পাঠিয়ে প্রশিক্ষণ দিতে পারবো। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘ভারতীয় হাইকমিশনার আগরতলা হয়ে কসবা দিয়ে বাংলাদেশে এসেছেন। কসবা আমার নির্বাচনী এলাকা, সে কথাও বৈঠকে আলোচনা হয়েছে।’
এসময় করোনাকালে ন্যায়বিচার নিশ্চিতে বাংলাদেশের বিচার বিভাগের ভূয়সী প্রশংসা করেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, ‘করোনাকালীন অবস্থায় বিচার বিভাগ ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছে। বাংলাদেশের জন্য এটি অভাবনীয় সাফল্য। যেমন এটা অনুসরণীয় তেমনি অন্যদের জন্য অনুকরণীয়ও বটে।’
হাইকমিশনার আরও বলেন, ‘বিচারপতি, বিচারক, আইনজীবীসহ সুশাসন প্রতিষ্ঠায় যারা জড়িত আছেন তারা যাতে ভালো কাজ করতে পারে সেজন্য ভারতে গিয়ে তারা উন্নত প্রশিক্ষণ নিতে পারেন।’ আইনমন্ত্রীর সাথে দুই দেশের পারস্পারিক বিষয় নিয়ে হৃদতাপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান বিক্রম কুমার দোরাইস্বামী।