Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা


২২ অক্টোবর ২০২০ ১৮:২৩

পঞ্চগড়: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে আগামী ২৩ অক্টোবর শুক্রবার থেকে টানা ৬ দিন সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চগড় আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, আগামী ২৩ অক্টোবর (শুক্রবার) থেকে ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত সরকারি ছুটিসহ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবালা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারত ও বাংলাদেশ উভয়দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ২৮ অক্টোবর যথারীতি চালু হবে।

এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরও ছয়দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

দুর্গাপূজা বাংলাবান্ধা সনাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর