Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার


১৯ অক্টোবর ২০২০ ২৩:৫৭

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি গাছ থেকে ১১ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এ সময় আশপাশের উৎসুক জনতা সাপটি দেখে ভিড় জমায়। পরে সাপটি দ্য বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা তাদের হেফাজতে নেয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার গালা ইউনিয়নের বিনুটিয়া বাধের পাশে ছামাদ খাঁর বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বাড়ির বাইরে গাছের ওপর অজগর সাপটি ডালপালা জড়িয়েছিল। পরে স্থানীয়রা দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাসকে খবর দেয়। খবর পেয়ে সংগঠনের সদস্যরা সাপটি উদ্ধার করে।

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমি ও ইমন ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি দেখতে পেয়ে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল-সাদিকের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জানাই। পরে তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি।’

সিরাজগঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষিকেশ চন্দ্র রায় বলেন, ‘দ্য বার্ড সেফটি হাউজের সদস্যরা অজগর সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’ উদ্ধার করা অজগর সাপটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু ইর্কো পার্কে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

অজগর সাপ উদ্ধার শাহজাদপুর সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর