বঙ্গবন্ধুর খুনিকে ফেরতে অগ্রগতি জানা নেই মার্কিন উপমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২০ ২১:২৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ২২:৩৪
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে পালিয়ে আছেন। তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে দফায় দফায় আবেদন করে যাচ্ছে সরকার। তবে ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান সাংবাদিকদের জানিয়েছেন, এই খুনিকে ফেরত পাঠানোর বিষয়ে তার কাছে ‘আপডেট তথ্য’ নেই।
ঢাকা সফররত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
আরও পড়ুন- বাংলাদেশ এই অঞ্চলে আমাদের কাজের কেন্দ্রস্থল হবে: যুক্তরাষ্ট্র
খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কী অগ্রগতি হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রে যে আইনি বিষয়গুলো এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে, সে ব্যাপারে প্রথমেই এ কথা আমার উল্লেখ করা উচিত যে বিষয়গুলো আমাদের আইন বিষয়ক কর্তৃপক্ষের দ্বারা সর্বোচ্চ মানে যথাযথভাবে পরিচালিত হয়ে থাকে এবং এই বিষয়গুলো পররাষ্ট্র দফতরের নাগালের বাইরে। আমি জানি, এবং যেমনটা আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি— ওই বিষয়গুলো পর্যালোচনাধীন রয়েছে। আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দিতে পারব না। কারণ এটি আমার দফতরের এখতিয়ারের মধ্যে নেই।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) শৈশব কেটেছে যে বাড়িতে, সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, যেখানে ১৯৭৫ সালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এটি আমার জন্য এবং সব আমেরিকানদের জন্য গভীর বেদনার বিষয় এবং এটি সেই সময়কার ঘটনার ভয়াবহতার প্রতিচ্ছবি এবং এটা আপনাদের জনগণের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে।’
বঙ্গবন্ধুর খুনি মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা স্টিফেন বিগান