Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ


১৪ অক্টোবর ২০২০ ১৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কাফরুল ইব্রাহিমপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মহির উদ্দিনকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে কাফরুল থানায় শিশুটির পরিবার মামলা দায়ের করে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাফরুল থানার উপ পরিদশর্ক (এসআই) আব্দুল জলিল জানান, ইব্রাহিমপুরের একই বাসায় পাশাপাশি দুটি রুমে ভাড়া থাকেন মহির উদ্দিন (৫১)।  রাজমিস্ত্রীর কাজ করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহির উদ্দিন শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করে। রাতে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে থানায় এসে অভিযোগ দেয়।

বিজ্ঞাপন

এসআই আরো জানান, আজ বুধবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে পরিবার। এর পরপরই অভিযুক্ত মহির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে ঢাকা মেডিকেলের ওসিসিতে নিয়ে আসা হয়। তবে শিশুটি সেখানে কান্নাকাটি করায় তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আবার হাসপাতালে নেওয়া হবে।