শুক্রবার খুলছে সিনেমা হল
১৪ অক্টোবর ২০২০ ১৬:৪৫ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৯:০৩
ঢাকা: বিনোদনপ্রেমীদের জন্য সুখবর। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকির কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর ফের খুলতে যাচ্ছে সিনেমা হল। কাঙ্ক্ষিত সেই দিনটি আগামী শুক্রবার (১৬ অক্টোবর)। সেদিন থেকেই স্বাস্থ্যবিধি মেনে ফের সিনেমা হলের রঙিন পর্দায় সিনেমা প্রদর্শন শুরু হবে।
বুধবার (১৪ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক অফিস স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে, গত ২১ সেপ্টেম্বর সচিবালয়ে হল মালিক ও পরিবেশক সমিতির সঙ্গে এক বৈঠকের পর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক দর্শক নিয়ে ১৬ অক্টোবর থেকে সিনেমা খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথাও জানান তিনি। শেষ পর্যন্ত সরকারের ওই সিদ্ধান্তই চূড়ান্ত আকারে ঘোষণা হলো আজ।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়। শুরুতে ২ এপ্রিল পর্যন্ত রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে গত সাত মাসে আর কোনো সিনেমা প্রদর্শন করা যায়নি সিনেমা হলে। এরপর ঠিক সাত মাসের মাথায় এসে ফের আলো ফিরছে বড় পর্দায়।
আরও পড়ুন-
- সিনেমার জন্য ৭০০ কোটি টাকা আসছে!
- সিনেমা হলের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত
- ১৫ সেপ্টেম্বরের পর সিনেমা হল খোলার সিদ্ধান্ত, বৈঠক শেষে তথ্যমন্ত্রী