Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব’


১১ অক্টোবর ২০২০ ১৭:৪৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২০ ২২:৫৪

ঢাকা: নবনিযুক্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, তিনি তার সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, দক্ষতা ও সততায় মাহবুবে আলম এই অফিস ও পদটাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমি চেষ্টা করব সেটা বজায় রাখার। আমি চেষ্টা করব, তিনি যে উচ্চতা সৃষ্টি করে গেছেন, সেটা নিম্নগামী হতে না দেওয়া। আমি সচেষ্ট থাকব। রোববার (১১ অক্টোবর) নতুন অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে বসে দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণের পর নতুন অ্যাটর্নি জেনারেলকে সারাবাংলার পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানান জেনারেল ম্যানেজার মিয়া ফয়সাল হাসান। ফুলের শুভেচ্ছা গ্রহণ করে তিনি বলেন, ‘আমি চেষ্টা করবো রাষ্ট্রের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার। এটাই আমার মূল দায়িত্ব। এ দায়িত্ব সঠিকভাবে পালনে সচেষ্ট থাকব।’

উচ্চ আদালতে জমে থাকা চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এ সময় তিনি উচ্চ আদালত প্রাঙ্গণে অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৭ সেপ্টেম্বর সম্মিলিত সামরিক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মৃত্যুতে অ্যাটর্নি জেনারেলের পদটি খালি হয়। এরপর গুঞ্জন উঠে কে হবেন দেশের প্রধান আইন কর্মকর্তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৮ অক্টোবর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ১৯৬৩ সালের ১ অক্টোবর মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সেন্ট্রাল ল কলেজ থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি করেন। ১৯৮৭ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এএম আমিন উদ্দিন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে ২০১৯-২০২০ মেয়াদে নির্বাচিত হন। এরপর দ্বিতীয় মেয়াদে অর্থাৎ ২০২০-২০২১ শেসনেও তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি আইনজীবী সমিতির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন দায়িত্ব গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর