Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক উৎসবও’


১০ অক্টোবর ২০২০ ১৯:৫৮

চট্টগ্রাম ব্যুরো: দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, সার্বজনীন সামাজিক উৎসব বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সম্প্রীতির মধ্য দিয়ে এই উৎসব উদযাপনের অঙ্গীকার করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ে উপমন্ত্রী এসব কথা বলেন।

উপমন্ত্রী নওফেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেটা বাস্তবায়নে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করে আসছে। এবারও এর ব্যত্যয় হবে না।’

‘দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সার্বজনীন সামাজিক উৎসবও। ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশি সবাই এক হন এই উৎসবে। তাই এ উৎসব সার্বজনীন।’

নওফেল বলেন, ‘আমরা সবাই এ উৎসবে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকব। সকলে মিলেমিশে সম্প্রীতির সঙ্গে এ উৎসব যাতে সুন্দরভাবে হয়, সেটা করব।’

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিল্লোল সেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাশ অসিত, সাবেক সভাপতি অরবিন্দ পাল অরুণ, সাবেক সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, সুজিত দাশ, সহ-সভাপতি দিলীপ ঘোষ, দুলাল চন্দ্র দে, যুগ্ম-সাধারণ সম্পাদক নটু কুমার চৌধুরী, সিনিয়র সদস্য অরুপ রতন চক্রবর্তী, পুলক খাস্তগীর, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, মহিলা সম্পাদিকা রুমকি সেনগুপ্ত, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, প্রিয়তোষ ঘোষ রতন, প্রচার সম্পাদক টিপু শীল জয়দেব, কার্যকরী সদস্য রাহুল দাশ প্রমুখ।

বিজ্ঞাপন

উৎসব দুর্গাপূজা ধর্মীয় মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী সামাজিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর