Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নতুন দূত


৮ অক্টোবর ২০২০ ২২:১৪

ঢাকা: বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি এ পরিচয়পত্র পেশ করেন। এরপরই নতুন হাইকমিশনার ঢাকায় ভারতীয় মিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আগামীদিনের পরিকল্পনা নিয়ে আলাপ করেন।

ঢাকার ভারতীয় মিশন জানিয়েছে, রাষ্ট্রপতি ভারতের নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশী নয়, বিশ্বস্ত বন্ধুও।’ রাষ্ট্রপতি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক কূটনৈতিক পরিমণ্ডল ছাড়িয়ে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হয়েছে।’ নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্রকে কাজে লাগাতে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলেও রাষ্ট্রপতি আশা করেন।

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয়। ভারতে যে করোনা ভ্যাকসিন উৎপাদিত হবে সেটা বাংলাদেশ সময়মত পাবে।’ ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরিচয়পত্র পেশ বিক্রম কুমার দোরাইস্বামী রাষ্ট্রপতি হাইকমিশনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর