Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে চোর সন্দেহে ‘পিটুনি’তে একজনের মৃত্যু, আটক আরও ৪


৬ অক্টোবর ২০২০ ২০:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে চোর সন্দেহে পাঁচ জনকে আটকের পর আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আহত বাকি চার জন হাসপাতালে ভর্তি আছেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে পালানোর সময় তারা আহত হয়েছেন। তবে হাসপাতালে দায়িত্বরতরা জানিয়েছেন, তারা পিটুনিতে আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর শেডের পেছন থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বন্দরের সচিব মো. ওমর ফারুক।

বিজ্ঞাপন

আটক পাঁচ জন হলেন— মো. শামীম, মো. জসীম, মো. ফারুক, মো. শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম। তাদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে শামীম মারা গেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, বন্দরের ৯ নম্বর শেডের পেছনে কাস্টমসের নিলামযোগ্য পণ্য রাখার স্থানে তারা চুরি করতে ঢুকেছিল। নিরাপত্তাকর্মীরা দেখতে পেয়ে তাদের আটকের জন্য ধাওয়া দেয়। পালাতে গিয়ে পড়ে গিয়ে তারা আহত হন। দুপুরের দিকে তাদের বন্দর থানায় হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা ছাড়া তাদের হেফাজতে নিতে অপরাগতা জানায় বন্দর থানা পুলিশ। এরপর পাঁচ জনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে একজনের মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, আটক পাঁচ জনকেই আহত অবস্থায় হাসপাতালে নেন বন্দরের নিরাপত্তাকর্মীরা। একজন মারা যাওয়ার পর তিনি পিটুনিতে আহত হয়েছিলেন বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। বাকি চার জন বন্দরের নিরাপত্তাকর্মীদের হেফাজতে হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা শুনেছি, চুরি করতে ঢুকেছিল কয়েকজন। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি। কোনো আসামিও তারা জমা করেনি।’

গণপিটুনি চট্টগ্রাম নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর