Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অস্ত্র-হাতবোমাসহ গ্রেফতার ২


৩০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্র-হাতবোমাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন ১০ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর আকবর শাহ থানার বিজয়নগর এলাকা থেকে দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (ডিসি-দক্ষিণ) এস এম মেহেদী হাসান।

গ্রেফতার দুজন হল- ওসমান মিয়া (২৯) ও মো. আরিফ (১৯)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে।

আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় পাহাড়ে আস্তানা বানিয়ে তারা সেখানে বসবাস করত এবং নগরীতে ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করত বলে জানিয়েছেন ডিসি মেহেদী হাসান।

তিনি বলেন, কোতোয়ালী থানা এলাকায় গত ২৪ সেপ্টেম্বর একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িতদের খুঁজতে গিয়ে কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা আকবর শাহ এলাকার পাহাড়ে তাদের সন্ধান পান। গত (মঙ্গলবার) রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হওয়া ওসমানের বিরুদ্ধে ১০টি মামলার তথ্য আমরা পেয়েছি। সে এবং তার সহযোগীরা ছিনতাই-ডাকাতি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।’

গ্রেফতার অভিযানে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামানও অংশ নেন।

অস্ত্র চট্টগ্রাম হাত বোমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর