Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন নোরা ফতেহি (ভিডিও)


২৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:২০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে একটি ভিডিও ক্লিপ। ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’র রিয়ালিটি শোয়ের এই ভিডিওতে দেখা যাচ্ছে, শোয়ের তিন বিচারক গীতা, টেরেন্স ও নোরা, মঞ্চের সামনে এসে ভারতীয় প্রথায় অভিবাদন করছেন। সেই অভিবাদনের জন্য হাত তোলার সময় টেরেন্সের হাত স্পর্শ করে যায় নোরার নিতম্ব। ভিডিওটি স্লো মোশনে দেখলে মনে হচ্ছে নোরার নিতম্বে সজোরে থাপ্পড় মারছেন টেরেন্স লুইস। আর এই ভিডিওটি ভাইরাল হতেই হইচই পড়ে যায়। পুরোটাই অনিচ্ছাকৃত নাকি ইচ্ছে করেই অভিনেত্রীকে এমন অশ্লীল স্পর্শ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত নেটিজেনরা।

ঘটনাটা ঠিক কী ঘটেছিল, তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেরেন্সের দেয়া পোস্টেটিকে সমর্থন জানিয়ে নীচে কমেন্ট বক্সে নিজের বক্তব্যও লেখেন ‘সাকি গার্ল’ খ্যাত নোরা ফতেহি। লিখেছেন, ‘ধন্যবাদ টেরেন্স! এখনকার সময়ে মিডিয়ায় ছবি বা ভিডিওর ফটোশপ করে অনেক বিকৃতিই ঘটানো হয়। আমার খুব ভাল লাগছে যে বিষয়টা নিয়ে তুমি শান্তই থেকেছ। তুমি এবং গীতা ম্যাডাম দু’জনেই আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ। এই শো-য়ের বিচারক হতে পেরে আমি খুশি। অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি ওখানে। অনেক কিছু শিখেছি। খুব ভাল থাক।’

বিজ্ঞাপন

https://youtu.be/VW0xx5rYmUk

বিজ্ঞাপন

আরো