পর্যটন দিবসে হোটেল পেনিনসুলার ‘শহর পরিচ্ছন্নতা’ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮
চট্টগ্রাম ব্যুরো: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘শহর পরিচ্ছন্নতা কর্মসূচি’ পালন করেছে চট্টগ্রামের অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগং।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টায় নগরীর জিইসি মোড়সহ আশপাশের এলাকায় এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন পেনিনসুলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় দি পেনিনসুলা চিটাগাংয়ের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, ‘পেনিনসুলা প্রতিষ্ঠার পর থেকেই দেশের পর্যটন শিল্প বিকাশে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও দায়বদ্ধতা থেকে নানা কর্মসূচি পালন করে আসছে। এছাড়া পেনিনসুলা সব সময় দেশের পর্যটন শিল্প উন্নয়নে অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে সচেতন করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রতিবছর বিশ্ব পর্যটন দিবসে শহর পচ্ছিন্নতা কর্মসূচি পালন করে। পেনিনসুলা চিটাগাং এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’