গাইবান্ধায় ২ দিন আটকে রেখে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
২৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪২
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক যুবতীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এরইমধ্যে ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ফরিদপুর জেলার এক মেয়ের সাথে পৌর এলাকার চাষক পাড়া মহল্লার আনারুলের ছেলে শাহাদতের সাথে দীর্ঘদিন মোবাইলে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে বিয়ের কথা বলে গত বুধবার ওই মেয়েকে নিজ এলাকায় ডেকে আনা হয়। এরপর গোবিন্দগঞ্জ পৌরসভার শিববাড়ীর একটি বাড়িতে আটকে রেখে শাহাদত ও তার বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে।
সেখানে দুই দিন ধরে নির্যাতনের শিকার হয়ে মেয়েটি কৌশলে গত শুক্রবার সন্ধ্যায় পালিয়ে থানায় এসে অভিযোগ করলে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো- শাহাদত হোসেন (২০)ও তার ৩ বন্ধু ফুলবাড়ী নাচাই কোচাই গ্রামের আব্দুর রহমান সরকারের ছেলে জহুরুল সরকার (২৬), পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের আ. হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (২৭)।
একই অভিযোগে পলাতক রয়েছে- চাষকপাড়া গ্রামের পচু মিয়ার ছেলে আনারুল (৩২), কুড়িপাড়া (শিববাড়ি) গ্রামের সুনিলের ছেলে নবানুসহ (৩২) অজ্ঞাত কয়েকজন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান ধর্ষণের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।