Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন প্রবাসীরা


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৮

ঢাকা: প্রবাসীরা আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন। ওমান সরকার বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এক কূটনৈতিক বার্তায় বাংলাদেশকে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার তার দফতরে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আজকে একটা সুখবর পেলাম। ওমান প্রবাসীদের মধ্যে যারা দেশে এসে আটকা পড়েছেন, তারা এখন নিশ্চিন্তে আবার ওমান যেতে পারবেন। ওমান সরকার নোট ভার্বাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে, তারা যদি এখন ওমানে ফিরতে চান তবে আগামী ১ অক্টোবর থেকে আসতে পারবেন। এজন্য কোনো শর্ত বা দূতাবাসের নো-অবজেবশন সার্টিফিকেটও প্রয়োজন হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘তবে ওমান যেতে প্রবাসীদের এখন ওমানের ভ্যালিড রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ থাকতে হবে। এছাড়া ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেনটাইন করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘কোভিড-১৯-এর কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। প্রবাসীরা যাতে আবার সেসব দেশে ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব থেকে ভালো খবর পাওয়া গেছে। বাকি দেশগুলো থেকেও ইতিবাচক খবর আসবে। তবে প্রবাসীদের একটু ধৈর্য্য ধরতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে।’

১ অক্টোবর ওমান প্রবাসী বাংলাদেশি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর