Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-বাবার ‘পক্ষপাতমূলক’ ভালোবাসায় বোনের খুনি ভাই!


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৩

ঢাকা: মা-বাবা চার বছরের শিশু মিমকে বেশি আদর করতো। আর এটা সহ্য হয়নি মিমের আপন ভাই ১৪ বছরের কিশোর সজীবের। যে কারণে শিশু মিমকে গলাটিপে হত্যা করেছে সজীব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে খুনের একমাত্র আসামি আল আমিন ওরফে সজীবকে গ্রেফতার করে র‍্যাব-১। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোনকে খুনের কারণ জানিয়েছে সজীব।

র‍্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ সারাবাংলাকে বলেন, ‘বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বনানী থানার জামাই বাজার এলাকার কড়াইল বস্তির বাসিন্দা লিটন মিয়ার ৪ বছরের শিশুকে গলা টিপে হত্যার তথ্য পাওয়া যায়। এরপর বনানী থানায় নিহত শিশু মিমের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে ছায়া তদন্তে নামে র‍্যাব। তদন্তে নেমে র‍্যাব জানতে পারে ভয়াবহ নির্মম হত্যার ঘটনা। বাবা-মায়ের অবহেলা আর ছোট বোনের প্রতি অতিরিক্ত ভালোবাসাই বড় ভাই আল-আমিনকে ঘাতক বানিয়েছে।’

আশিক বিল্লাহ বলেন, ‘সজীব স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। ছোট বোন মিম জন্মের পর থেকে তার প্রতি বাবা-মায়ের ভালোবাসা কমতে থাকে। যত দিন যায় বাবা-মা তার প্রতি উদাসীন হয়ে পড়ে এবং সব ভালোবাসা মিমের দিকে চলে যায়। সজীবের ওপর কারণে-অকারণে বাবার নির্দয় প্রহার নেমে আসে। যার কারণে ছোট বোনের প্রতি তার ক্ষোভ জন্মাতে থাকে এবং সবকিছুর জন্য তাকে দায়ী করে সে। প্রতিদিন বাসায় ফিরে তার বাবা লিটন সবার আগে মেয়েকে কাছে ডকে নিয়ে আদর করতো।’

তিনি বলেন, ‘সজীবের দাবি, তার বাবা-মা দুজনই তার ছোট বোনের সব আবদার পূরণ করলেও তার বেলায় ছিল বিপরীত। তাই সে ছোট বোন মিমকে বাবা-মায়ের চোখের আড়াল করার জন্য বিভিন্ন ফন্দি আটতে থাকে; যাতে সে আগের মতো বাবা-মায়ের আদর-ভালোবাসা পায়। এর জন্য সে সুযোগের অপেক্ষায় থাকে। বুধবার সকালে সেই সুযোগটি পেয়ে যায় সজীব। প্রথমে নিজের আপন বোনকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যা করে খাটের নিচে লুকি রাখে সে। পরে তার বাবা বাসায় ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। সেই সুযোগে সে মিমের মৃতদেহ পাশের গোসলখানায় রেখে আসে।’

বিজ্ঞাপন

টপ নিউজ পক্ষপাতমূলক বোনকে খুন ভাই ভালোবাসা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর