Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ


২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৮

নুরকে ধর্ষণ মামলার আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ

ঢাকা: ‘ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। আমরা তাতে ভয় পাইনা। সরকার মামলা দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না। পুলিশ প্রশাসনের পোশাক পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে।’

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ডাকসু ভিপি নুরুল হক নুরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বক্তারা ব‌লেন, আমরা জানতে চাই এরা কারা? এদেরকে পুলিশের মতো মনে হয় না। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে নৃশংসভা‌বে হামলা চালিয়েছে তারা। তবে শেষ কথা হলো, ছাত্র অধিকার আন্দোলন থেকেই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

বক্তারা আরও বলেন, এ সরকার আমাদের ওপর মামলা-হামলা করছে। বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিবাদী কায়দায় রাজত্ব করছে, একটা সময় এটা তারা পারবে না। আমরা কোন দলের বিপক্ষে নই। আমরা মামলা, হামলা, গুম ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে।

তারা আরও বলেন, কথায় কথায় সরকার মামলা ঠুকিয়ে দেয়। এর কারণ হলো, প্রতিবাদ করলে থামিয়ে দেয়া। প্রতিবাদের কণ্ঠকে রুদ্ধ করা। আমরা দেখেছি এই ফ্যাসিবাদী সরকার কীভাবে সাংবাদিকদের কারাগারে বন্দি করে রেখেছে। এখন সাংবাদিকরাও স্বাধীন নয়। আপনারা দেখছেন, বারবারই আমাদের ওপর হামলা করার চেষ্টা করা হচ্ছে। সুযোগ পেলেই আমাদের ওপর হামলা করবে।

তারা হুঁশিয়ারি করে বলেন, হামলা যতই করেন আমাদেরকে থামানো যাবে না। আমরা রাজপথে থাকবো। কারণ আমরা এদেশের মানুষের অনুপ্রেরণা হয়ে জন্ম নিয়েছি। বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা চুপ থাকবেন না। বিশ্বাস রাখেন, আমাদেরকে যদি থামিয়ে দিতে পারে তাহলে আল্লাহর দুনিয়ায় আর কেউ কখনও প্রতিবাদ করতে পারবে না।

বিজ্ঞাপন

দেশের মানুষের প্রতি আহ্বান করে তারা বলেন, এই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং নুরুল হক নুরকে বাঁচিয়ে রাখা আপনাদের কর্তব্য। আপনারা আমাদের পাশে দাঁড়ান, সাহস দিন। আমরা যেন এই দুর্নীতি এবং প্রতিবাদহীন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারি।

সমাবেশে বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের আহবায়ক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অনেকে। এছাড়াও সমাবেশে সংগঠনটির প্রায় শতাধিক কর্মী উপস্থিত ছিল।

আরও পড়ুন: নুরের সমর্থকদের ‘হামলা’য় আহত ৫ পুলিশ ঢামেকে

 

ডাকসু ভিপি নুর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর